জেগে ওঠো কবি;
জেগে ওঠো;
জেগে ওঠো আমার আঠারোর সুকান্ত।
জেগে ওঠো আমার বিদ্রোহী নজরুল।
একুশের প্রচ্ছদে আজ তাজা রক্তের দাগ,
বাতাসে আজ বারুদের ঘ্রাণ,
বাতাসে আজ দুমরে মুচড়ে যাওয়া লাশের গন্ধ।
হুঙ্কারে হুঙ্কারে আকাশ-বাতাস অনুরণিত;
স্তব্ধ হয়ে গেছে অজস্র প্রানের স্পন্দন।
এখনো ঘুমিয়ে আছ?
এখনো বলছো যুদ্ধ নয়!
জেগে উঠো;
কথা বলো;
প্রতিবাদ করো;
চিৎকার করে বলো---
আমারা যুদ্ধ চাই।
হ্যাঁ, আমারা যুদ্ধ-ই চাই।
বাঁচার জন্য যুদ্ধ;
শান্তির জন্য যুদ্ধ;
রক্ত দিয়ে মুছে দাও প্রচ্ছদের লাল দাগ।
একুশের উপসংহারে দূরিভূত হোক আশঙ্কার কালো মেঘ।
রচিত হোক শান্তির সোপান।
বলো আমরা যুদ্ধ চাই।
শান্তির জন্য যুদ্ধ;
বেঁচে থাকার জন্য যুদ্ধ;
ভালোবাসার জন্য যুদ্ধ;
স্বাধীনতার জন্য যুদ্ধ;
গনতন্ত্রের জন্য যুদ্ধ;