অসংখ্য বৃষ্টির অনন্ত ফোঁটায়
নিজেকে যতই লুকিয়ে রাখো,
মনখারাপের কোন এক বিষন্ন মায়াবী সন্ধ্যায়
যেভাবেই হোক ঠিক খুঁজে নেব।
ভালোবাসার শেষ অধ্যায় বলে কিছু নেই।
আছে শুধু মায়ামহলের বিষাদ সুর
যা নগ্ন দাবানলের মতো ছড়িয়ে পড়ে
বিষন্ন যন্ত্রণার অন্তহীন ছায়াপথে।
সন্ধ্যা নামবে যখন পৃথিবীর বুকে
অখন্ড রাত্রির অবসরে,
লক্ষ তারার ভীড়ে মিশে যাওয়া যন্ত্রনা ভূলে
পথের পাশে দিশাহীন শুকনো পাতায়
একমুঠো প্রেম এঁকে দিও।
মৃত্যুও সেদিন নতজানু হবে
ভালোবাসার ঐশ্বরিক অহংকারে।
অসংখ্য বৃষ্টির অনন্ত ফোঁটায়
তুমি নিজেকে যতই লুকিয়ে রাখো,
মনখারাপের সেই মায়াবী সন্ধ্যায়
যেভাবেই হোক ঠিক খুঁজে নেব।