মন চলে যায় অনেক দূরে
লাল মাটির ওই দেশে।
দুঃখ গুলি আপন করে পিছন ফিরে এসে
মন চলে যায় আকাশ যেথা নদীর সাথে মেশে।
মন চলে যায় শালুক ফুলে
কাজলা দীঘির জলে।
প্রথম ভোরে পথের বাঁকে ছাতিম গাছের তলে
মন চলে যায় অচিনপুরে গল্প বলার ছলে।
মন চলে যায় স্মৃতির পাতায়
হাজার সুখে দুঃখে।
বালির চরে গল্প বলা হয়তো গেছে চুকে
তবুও আমার মন চলে যায় কাঁসাই নদীর বুকে।