আদি থেকে অন্ত সীমাহীন দিগন্তজুড়ে
প্রেমহীন শুধু একরাশ শূন্যতা!
উথাল পাতাল মন,
কংসাবতির বালুতটে একা আজ শুধু হাহাকার।
উজান বেয়ে কুড়িয়ে আনা এক টুকরো পাথর,
একটুখানি স্মৃতি।
তোমার অনীহা ভুলে
একটুখানি প্রেম লুকিয়ে রেখেছি আজও...।
পৃথিবীর সব রং ফিরে এলে,
আগামীর বৃষ্টিতে ধুয়ে দেব তোমার সমস্ত লবণতা
অহংকার...।
রংহীন ক্যানভাস একদিন রঙিন হবে,
মুছে যাবে সব গ্লানি
আগামীর অঙ্গীকারে।
আবেগের কান্না ভুলে,
ভালোবাসা ডানা মেলবেই
জীবন নদীর তীরে।