ওগো সূর্য---
সেদিন শারদপ্রাতে উঠেছিলে তুমি,
জ্বেলেছিলে কত আলো!
তোমারি ডাকে, দিশাহারা হয়ে,
ফুটেছিল কত সূর্যমুখী,
বেসেছিল তোমাকে ভালো!
এক বৈশাখী ঝ'রে ডুবে গেলে তুমি
ঝ'রে গেলে যত সূর্যমুখী,
তারা আজ একা একা ঘোরে
গোধূলিবেলায় শুধু তোমাকেই খোঁজে ।
অথচ সেদিন উঠেছিলে তুমি
আজ ডুবে গেলে!
ডুবে যদি যাবে তবে কেন উঠেছিলে ?
ভূলে যদি যাবে তবে কেন ডেকেছিলে ?