শীত এলে ভারী মজা উত্তুরে হওয়া,
সবে মিলে একসাথে পিকনিক খাওয়া।

শীত এলে ভারী মজা পৌষের মেলা ,
পথে-ঘাটে দিনে-রাতে ক্রিকেটের খেলা।

শীত এলে ভারী মজা মোয়া আর পিঠে ,
খেঁজুরের রস আর সন্দেশ মিঠে।

শীত এলে ভারী মজা নবান্নের আমোদ,
সবথেকে সেরা মজা শীত সকালের রোদ।