বাবার সাথে সেদিন রাতে
ঘুরতে গেলাম ছাদে,
আবছা আলোয় দেখতে পেলাম
কে যেন এক কাঁদে!


বিদ্ঘুটে এক কান্না যে তার,
অদ্ভুত তার সুর!
'গোঁ'...'গোঁ'..'গোঁ'...'গোঁ' আওয়াজ করে
বুক করে দুরদুর!!


খানিক পরে নাঁকি সুরে
খিলখিলিয়ে হাসে-----
"ভঁয়ের কীঁ, আঁয়না কাঁছে,
বঁস নাঁ  আঁমার পাঁশে"।


ঠান্ডা হাতে ভূতের ছানা
আমায় দিল ছুঁয়ে,
ওমা ওমা,
চমকে উঠে তকিয়ে দেখি--
মায়ের পাশে শুয়ে!!