আয়নার সামনে দাঁড়ালে
আজকাল নিজেকে চিনতে পারিনা আর,
চিনতে পারিনা তোমাকেও।
তাকিয়ে থাকি নির্নিমেষ
নির্বাক কোনো চলচ্চিত্রের চরিত্র হয়ে,
অসংখ্য চলমান বিন্দুর মধ্যে...।
প্রতিটা মুহূর্তে ক্ষত-বিক্ষত হতে হতে
নিজেকে ভেঙে চলি অবিরত
অণু থেকে পরমাণুতে,
ভেঙে চলি আমার অতীত-বর্তমান-ভবিষ্যৎ।
প্রকাণ্ড কোনো বৃত্তের পরিধিতে লুকিয়ে থাকা
অসংখ্য সুক্ষ বিন্দুর মধ্যে,
নিজেকে খুঁজে চলি প্রতিনিয়ত,
খুঁজে চলি তোমাকেও।
আয়নার সামনে দাঁড়ালে
নিজেকে ঠিকমতো চিনতে পারিনা আর,
চিনতে পারিনা তোমাকেও।