তুমি আমার প্রিয়তমা নারী
কিন্তু, তোমার সঙ্গে সাক্ষাৎ হোলো না আজো  
দুজনার- চার চক্ষুর মিলনই হোলো না যে!  
তুমি সুন্দরী না রূপসী- যৌবনবতী না বিগতযৌবনা-
অতিসাধারণ না কুশ্রী-
সেটাও তো জানা হোলো না!
শব্দের পর শব্দ সাজিয়ে যে মালা তুমি তৈরি করো
পরিচয় আমার তার সঙ্গে – ইথার তরঙ্গে।
মালা তো নয় সে যেন এক মুক্তোর মালা
রেশমী সুতোর বুনোটে  জমাট সে এক মালা।  
আমি বেশ দেখতে পাই-
একরাশ এলোচুল - এলিয়ে পড়েছে মাটিতে
আর তুমি রেকাবি থেকে একটা একটা করে শব্দ আহরণ করে
পরম যত্নে মালা গাঁথছো- শুধু আমার জন্য।
আমি বেশ দেখতে পাচ্ছি-  
বিরাট রাজার রাজধানীতে সৈরিন্ধ্রীর মতো
একের পর এক সুস্বাদু ব্যঞ্জন তৈরি করছো
আমার শরীর আর মনের খিদে মেটানোর জন্য।
তোমার ব্যঞ্জনে আমি পরিতৃপ্ত- হে অচিন,
আমার আর খোঁজ নেওয়ার প্রয়োজন নেই- তুমি সুরূপা না কুরূপা!