প্রতি পূর্ণিমায় দোল আসে না
বসন্ত আসে বছরে একবারই
তবু তো নিয়ম করে বছর ঘুরে...  
সে তো আসে বারেবারে।  
আর, সে তো এসেছিল একবারই
আঁচলে লুকিয়ে
আবীর নিয়ে
অনেক বাধা ঠেলে
যদি কিন্তু পার করে...  
তবুও, আমাদের পলাশ মাখা হলো না!  
আজ, আনন্দে সবাই যখন মাতোয়ারা
বসে বসে ভাবি তারই কথা  
যদি আবারও ফিরে আসতো সেদিন!
সাহসে ভর করে শুধরে নিতাম সুদে আসলে।
হায়! পুনরাবৃত্তি শুধু প্রকৃতির মাঝে
আর, জীবন বড় একবগগা
শুধু এগিয়ে চলে সামনের দিকে
সময় মতো ধরতে না পারলে; অধরাই থেকে যায়... চিরকালের মতো।