সারাক্ষণ শুধু,শাসানি
"বুড়ো হয়েছ, বুড়ো হয়েছ" বলে-
কান পাতা দায়
অবিশ্রান্ত বিসর্জনের তর্জন গর্জনে


সময়ের ডাক
খন্ডাবে কার সাধ্যি!
চলেই তো যাবো
চৈত্রের ঝরা সময়ের মতো


ভেবে দেখলাম,
যেটা হওয়ার সেটা হবেই-
শুধু শুধু ভেবে ভেবে
মন খারাপ করে কোনো লাভ নেই,
তার চেয়ে বরং,
মন দিই, আয়োজনে
নতুন বছরের নতুন দিনটার সাদর আমন্ত্রণে-


আবেগ না থাকলে,
উৎসাহ হারিয়ে গেলে-
কোনো আয়োজনেই আর প্রাণ থাকে না


না এসে আর
কোনো উপায় নেই বলে
প্রোটোকল মেনে শুধু, নববর্ষের আসা-


চৈত্রের দাবানলে ঝলসে গেছে এ সময়;
এমন অকালবুড়ো বৈশাখ দেখিনি আগে-