(শ্রদ্ধেয় কবি অনিরুদ্ধ বুলবুল সম্পাদিত বাংলা-কবিতা আসরের সাহিত্যপত্র “আলোর মিছিল”-এর প্রতি বিনম্র শ্রদ্ধায়)


যে দুর্বার দুর্জয় জলস্রোত
পাহাড়ের ঔদ্ধত্যকে আকাশের সীমা থেকে টেনে এনে
ধুলোয় মিশিয়ে দিতে পারে এক লহমায়,
সেও কিন্তু অতি সামান্য ছোটো ছোটো জলকণার মিছিল বইতো আর কিচ্ছু নয়!    


অরণ্যের অলঙ্ঘনীয় দুর্ভেদ্যতাও তো গাছেদের একত্র জমায়েত!


এলোমেলো নয়, সারিবদ্ধ সুশৃঙ্খল পিঁপড়ের সারি যুগ যুগ ধরে পদযাত্রায়  


হোক না সামান্য প্রদীপের আলো,
সে যে আজ একা নয়!    
শত আলোর সম্মিলনে সঙ্কল্পের মহান ব্রত
আলোয় আলোয় আলোকিত আলোর মিছিল
পথ চলেছে রাজার মতো রাজপথে রাজবেশে...