ঘর শুধু নামেই,  
বাস অযোগ্য প্রায়
চক্ষুহীনের মতো আলোহীন ঘুপচি অন্ধকার শুধু,      


সম্পর্ক শুধু নামেই,
রুটিনবাঁধা গতানুগতিকে, আবেগবর্জিত উচ্ছ্বাসহীন  
নিরুত্তাপ-শীতল-হৃদয়বিহীন                  


উত্তরাধিকার একটা অধিকার দেয় বটে
সমাজ যেমন দেয় চলনসই একটা স্বীকৃতি-  


তবু কিছু কথা;  
লিখিত দুটো লাইনের মাঝেই-রয়ে গেল চিরকাল,          
অলিখিত-অকথিত-অনুচ্চারিত
      


জীবনের নিয়ম বড়ো গোলমেলে
কখনো সে পোষ মেনে গৃহকোণে  
কখনো বা ঠাঁই নেয়, সমাজ ছেড়ে-সংসার ছেড়ে-বহুদূরে