প্রাসঙ্গিকতা হারিয়েছে যে পুরাতন
বর্তমানকে নিয়ন্ত্রণ করবার;  যার, আর কোন অবদান নেই, এখন      
তাকে, ভুলে যাওয়া খুবই স্বাভাবিক!


একদিনের চঞ্চল, কর্মতৎপর  
এমনি করে, একটু একটু করে
জীবদ্দশাতেই, লোকচক্ষুর অন্তরালে; বিস্মৃতপ্রায়-প্রাগৈতিহাসিক          


সময় বড়ো নির্মম
মানুষ আরও বড়ো হৃদয়হীন
সময় ভুলে যায়
মানুষ অগ্রাহ্য করে; অস্তিত্বের উপস্থিতি


শুধু, প্রত্নতাত্ত্বিক খুঁজে ফেরে
মুছে ফেলা গৌরবোজ্জ্বল ইতিহাস  
ভুলে যাওয়া কৃতীর কীর্তিকলাপ


খুঁড়তে খুঁড়তে  
যদি কোনদিন,
ফলার ডগায় হাড়গোড়, খুলি, নিদর্শন কিছু উঠে আসে!        


ভুল করে বোলো না যেন তখন,
আহা! মানুষটা বড়ো ভালো ছিল!