আমরা সবাই মানুষ
তবু, কেমন করে মাঝখানে ছোট ছোট দেওয়াল
ধর্ম, নীতি, মতাদর্শ আরও কত কি!
মেরুকরণের হাজারো বিষয় আছে
একের থেকে আর এক কে ভাগ করে দেওয়ার
আবদ্ধ হয়ে থাকি
ছোট ছোট জ্যামিতিক ক্ষেত্রে;
সর্বসমক্ষে আলিঙ্গন তাই, সর্বসম্মত হতে পারলো না  
স্বাভাবিক কারনেই-  
তবে, অসহিষ্ণুতার আর একটা রূপ বড় প্রকট হয়ে পড়ল চোখের সামনে
বয়সের বিভেদে নবীন আর প্রবীণ
একটা বিভাজন রেখা আরও যোগ হল বোধ হয় বিভাজন ক্ষেত্রে