আমি কিছু দেখি নি-কেউ কখনও কিছু দেখে নাই  
- ফারহীন ন্যান্সি



"ঘাসফড়িংকে কখনও ঘাসে বসে থাকতে দেখেছ?"


ছোট্ট জিজ্ঞাসা।


উত্তরও ছোট্ট।   “না,দেখি নি।"


       কিন্তু কেন দেখি নি আমরা! এই প্রশ্নের উত্তর যে কী গভীর, কী ব্যাপকতা নিয়ে মন তোলপাড় করে ওঠে এক শূন্যতার হাহাকারে! তা বোঝানোর মতো শক্তি নেই আমার। কবিতার বিষয়টি অতি সাধারণ,  চেনা জানা। একটা সামান্য ঘাসফড়িং আর তার গায়ের অপরূপ রঙ-রূপের বর্ণনা । তবে, শেষটি চমকপ্রদ অনন্য লেখনির গুণে। এক বেদনার অনুভব, এক শূন্যতার রেশ রেখে যায় মনে... অনেকক্ষণ-    


“ফড়িং ঘাস ত্যাগ করেছে,
ঘাস আর নেই মাঠজুড়ে,
সব কংক্রিট।”  
  
     সত্যিইতো পৃথিবীর বুক বদলে ফেলেছি আমরা! ঘাসফড়িঙ রঙা ঘাসের বদলে সেখানে আজ শুধু শক্ত কংক্রিট। খুব সঙ্গত কারণেই ঘাসফড়িং মাঠ ত্যাগ করেছে তাই।


    পৃথিবীর এ বেরঙিন চিত্র বড়ো বেদনার। বড়ো সর্বব্যাপী। বড়ো সর্বগ্রাসী। বড়ো ভয়ঙ্কর।


কয়েকটা কথা যেন অসামান্য তুলির আঁচড়! অসামান্য  মুনশিয়ানা কবি ফারহীন ন্যান্সির। এ সৃজন-এ নিবেদন সত্যিই অনবদ্য। বড়ো সমকালীন।  


এমন অপরূপ ঘাসফড়িঙ রঙা কবিতার জন্য  কবি ফারহীন ন্যান্সিকে  জানাই তাই,  আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।