আমাদের ভুলগুলি
প্রিয় কবি স্বপন বিশ্বাস


     অন্তর্যামী... অন্তরকে জানেন যিনি। অন্তর্যামী বললে ঈশ্বরের কথা মনে আসে প্রথমেই। না, আজ   আর ঠিক ঈশ্বরের কথা বলতে চাইনা। বরং নিজের অন্তরের সঙ্গে নিজেরই সাক্ষাত হওয়ার কথা বলতে চাই, আজ-  


    আকাশের তারা তখনই ওঠে, যখন দিন অবসান হয়। দিনের বিগত ভুলগুলি কি রাতে তারা হয়ে ফুটে উঠল! আমি  নিশ্চিত নই। তেমনভাবে, আমি ঠিক নিশ্চিত নই, আমার গায়ে ঝরে পড়া বৃষ্টিকান্না, আমারই  কৃতকর্মের রমণীয় পাপগুলি কিনা! নিশ্চিত করে বলতেও পারিনা, আজকের সমুদ্রতলার ঝিনুকের বুকের  মুক্তোগুলি সেদিনের বেঁধা কাঁটাগুলি কিনা!
  
  আসলে আমায় যাঁরা চেনেন বা জানেন, তাঁরা শুধু আমার বাইরের শ্বেতশুভ্র জামাটার সঙ্গেই  পরিচিত... আমার অন্তরের মলিনতা-আমার কালিমা, তার কথা-শুধু আমিই জানি।  


  প্রিয় কবি স্বপন বিশ্বাস তাঁর অসামান্য কবিতায় “আমাদের ভুলগুলি”... ধরিয়ে দিলেন এমন করে। পরিচিত করিয়ে দিলেন আমার সঙ্গে আমার আমিকে।  
  
   এক ডুবসাগরে ডুব দিলাম যেন। নিজের সঙ্গে একান্ত আলাপনে। ছোট্ট কলেবর কিন্তু বড়ো গভীর এক দর্শনের সঙ্গে সাক্ষাত হল যেন। নিজমুখ যেন দাঁড়িয়ে ভাবছে নিজের মুখোমুখি। নিজকৃতকর্মের ভুলগুলি এক অসাধারণ হয়ে, এক ভিন্ন অনুভবে, ধরা দিল প্রিয় কবির কবিতায়।


  সুন্দর দর্শনের এক ভিন্ন কবিতায় একরাশ মুগ্ধতা রেখে গেলাম, আত্মদর্শনের সৌন্দর্যে।  রইল, আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় কবির জন্য।