ধোঁয়া যখন!  
ধারে কাছে আগুন নিশ্চয়!
সৌরভে তেমনই ফুলের উপস্থিতি;      
ভুল হয়ে গেল একটু,  
কৃত্রিম উৎস আছে, সৌরভেরও!  

আগুনের কৃত্রিমতা নেই এতটুকুও!    
দিনের আলোর মতো উজ্জ্বল,স্পষ্ট তার অবস্থান    
শুধু অন্তরালের ইচ্ছেটা
ধোঁয়ার মতো আড়ালে আবছায়ায় অস্পষ্ট!        


মুদ্রার এপিঠ আর ওপিঠ
মূল্যে মানে যমজ জলবিন্দুর মতো হুবহু সমান!    


একই আগুন একই ইচ্ছা  
একই মুখ একই মুদ্রা
কখনো হেড কখনো টেল; ফারাক, জমিন আসমান!