খর বৈশাখে
যে বৃষ্টিকে একটু চোখের দেখা দেখবো বলে
এত হাপিত্যেশ!
আজ এই ভরা ভাদ্রে
তাকেই এড়িয়ে চলি সযত্নে;
সর্দি লাগার ভয়ে


ধরা ছোঁয়ার বাইরে বলেই তো সে
চাঁদ হয়ে আকাশে
ধরা দিয়ে কাছে বসলেই
জ্যোৎস্নার মতো অবহেলায় মাঠে ঘাটে গড়াগড়ি!