পরিপূর্ণ সৌন্দর্য নিয়ে
সপার্ষদ কাঞ্চনজঙ্ঘা চোখের সামনে
সুন্দরের এমন ষোলো কলা দর্শনের বিরল সৌভাগ্য
ক'জনের ভাগ্যেই বা জোটে!
তবুও, পুরণ হচ্ছিল না; ষোলো আনা
হতচ্ছাড়া লম্বাটে এক পাইন
নান্দনিক দৃষ্টি সুখের মনোহরা পথে  
হিমালয় প্রমাণ অন্তরায় হয়ে দাঁড়িয়ে রয়েছে যে!
মনে হয়, দিই এক কোপে  
একেবারে গোড়া থেকে নামিয়ে-


সৌন্দর্য লিপ্সাকে
সাধের নিরীহ সখ বলে জানতাম, এতকাল
সে যে এমন নারকীয় হত্যাকাণ্ডও ঘটাতে পারে,  
জানা ছিল না আগে