প্রেমে রয়েছি তোমার - বিশ্বাস করো না?
তোমাকেই চাই - এটা মানো না ?


আমি বলি, চোখ তোমার পটলচেরা।
বললে তুমি, তুমি নাকি লক্ষ্মীট্যারা!  


বলি আমি, মেঘবরণ কালো কেশ।
তুমি বলো, সাদা চুলে রঙের রেশ!


কনকবরণ গায়ে তোমার চাঁদের আলো ঠিকরে পড়ে!
বললে তুমি, শ্যামা আমি – কালো বলে নিন্দে করে।


প্রশংসাতে একটু-আধটু মিশেল দিই কল্পনা
রাঙা রঙে বিভোর আমি - হোক না যতই জল্পনা!


প্রেমে তোমার বুঁদ আমি- মাতাল যেমন নেশায়।  
জল মিশিয়েই মজে সুরা সোমরসের মাদকতায়।


শ্রাবণ চুমে মাটির বুক গভীর ভালোবাসায়-
সত্যি? না মিথ্যে? তাতে কিই বা আসে যায়!