কখনও দিন বড়ো হয়; কখনও বা রাত
কখনও বিশ্বাস কাছে আসে
কখনও বা, অবিশ্বাস বাড়ায় হাত


কখনও কাছে সরে আসো তুমি
কখনও বা, দূরে সরে যায়; তোমারই বিশ্বস্ত হাত


দাঁড়ির মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে
কমার মতো হাত পা গুটিয়ে
বসে আছি;
দিনের পর দিন
একই জায়গায় একইরকম


আলো আঁধারিতে আলেয়া
খেয়াপথ ঢেকেছে কুয়াশায়
পারাপারের উপায়ই নেই কোনো
কর্মহীন স্থবিরতায়
জড়ভরত হয়ে পড়ছি যেন