সাগরের স্পর্শে নদী যেখানে সাগর;
গেছিলাম বিস্তারের সেই অপার বিস্তৃত মোহনায়  
বহু চেষ্টা করেও; বুঝতে পারি নি,  
নদী আর সাগরের মধ্যেকার সীমারেখাখানি!

আলাদা করা যায় না কোন এক একক সুর
বাঁশি আর বেহালার যুগলবন্দীতেও;  
যুগলসুর শুধু মন্ত্রমুগ্ধের মতো  
ভাসিয়ে নিয়ে চলে নতুন এক সুরসৃষ্টির মায়ায় মায়ায়


গঙ্গাসাগর; গঙ্গা আর সাগরের যুগলবন্দী যেন!
আকাশ বাতাস আলো করে ভেসে চলা
এক সনাতনী স্রোতস্বিনী
যুগযুগান্তের মহামিলনের সম্মিলিত সুরধ্বনি!