সত্যিই পারি না তো
আবশ্যিক কোনো কিছু  
এই যেমন ধরো;
খাদ্যের যোগান, বস্ত্র উৎপাদন বা বাসস্থান  
কোনটাই নয়; তবে
কেন শুধু শুধু... বসে বসে...
গালে হাত দিয়ে আকাশ পাতাল
কেন সময়ের মিছে এত অপচয়!

সত্যিই পারলাম না তো
অন্তত কবিতাটাও...
বড়ো আক্ষেপ রয়ে গেলো তাই, আজও  
সামান্য একটা কথা;
সেটাও অধরা... হাজার চেষ্টা করেও!  
আকাশ-নদী-পাখির মতো
মনের সবটুকু উজাড় করে
সুন্দরতম সুরে      
বলাই হোলো না তোমায়;
“বড়ো ভালোবাসি...”