স্কুল কলেজ বা এক পাড়ায়
একসঙ্গে পাশাপাশি থেকে থেকে অনেকদিন
আর পাঁচটা বন্ধুত্ব যেমন হয়,
ঠিক তেমন নয়  


শব্দরাও পাশাপাশি থাকে
একসঙ্গে থাকতে থাকতে বন্ধু হয় পরস্পর; নিঃশব্দে
নিঃশব্দের বাঁধন বড়ো কম নয়!


নীলাঞ্জন আমার শব্দবন্ধু


কালোমেঘ সরে গিয়ে
সবে নীল হতে শুরু করেছে আকাশ-  
উতসবের সাজে
খুশির রঙে রঙিন মোড়কে  
সেজে উঠেছে গ্রাম থেকে শহর
কচিকাঁচা থেকে জোয়ান, বুড়ো সব্বাই


এত আনন্দের মাঝে
এত খুশির আলোর বন্যায়
শব্দবন্ধু নীলাঞ্জন বিদায় চেয়ে বসল হঠাত!  
যেতে দিই নি তাঁকে
যেতে দিতে পারি না আমরা-এমন করে;    
বন্দী করে রেখে দিলাম তাই, চিরদিনের জন্যে; শব্দবন্দী