কবিতার বই,কবিমাত্রেরই এক স্বপ্ন। ডিজিট্যাল যতই বাজার মাতিয়ে রাখুক না কেন, কালো-সাদা অক্ষরের মলাটবন্দী বই, আজও অপ্রতিরোধ্য, অপ্রতিদ্বন্দ্বী।


কবিমাত্রেরই স্বপ্নের আরও একটা 'এবং' আছে।আর সেই এবং-টা হলো, পাঠকের পাঠ প্রতিক্রিয়া। কেমন হলো, তাঁর রচিত সৃষ্টিকর্ম? এটা না জানতে পারলে ইচ্ছেস্বপ্নের বৃত্তটা পূর্ণ হয় না যে!


"যাপনের খেরোখাতা"- একটা বইয়ের নাম।বইটা কবিতার হয়েও শুধুমাত্র কাব্য নিয়ে নয়। "এবং" আছে তাতে। আর সেই এবং এর জন্যে বইটা নিছকই কোনো এক একক কবিসৃষ্ট কাব্য সংকলন না হয়ে, ভিন্নতর এক প্রকাশ হয়ে ধরা দিল।


এই কবিতার আসরের বর্ষীয়ান কবি, সর্বজন শ্রদ্ধেয় অনিরুদ্ধ বুলবুল, তাঁর এই বইটাতে তাঁরই নির্বাচিত কিছু কবিতার পাশাপাশি, কবিতাগুলোর প্রতি পাঠকের মন্তব্য,অনুভব তুলে ধরেছেন,সমান গুরুত্বে। শুধু তাই নয়, অনুসন্ধিৎসু পাঠকের জিজ্ঞাসা নিরসনে কবির নিজস্ব বক্তব্য পেশ করছেন, সাথে।


রচয়িতা কবি এবং সহকবিগণের পারস্পরিক মন্তব্যগুলো, মিলে মিশে একত্রে এক অপরূপ সৌন্দর্যের 'মন্তব্য সাহিত্য' হয়ে,এই বইটাতে জায়গা করে নিল।আর, এখানেই বইটা বিশেষ প্রশংসার দাবী রাখে।


খুব, খুব ভালো লাগলো এমন অভিনব এক আয়োজনে।


ভালো থাকবেন প্রিয় কবি।
আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই আপনাকে