চালের সঙ্গে কাঁকর
কিংবা, সাদার সঙ্গে কালো
বা, দিনের সঙ্গে রাত;
বিভাজন যেখানে স্পষ্ট
প্রভেদ যেখানে প্রকট
স্পষ্ট পার্থক্যে, সত্যিটা বেছে নেওয়ার সহজ উপায় থাকে সেখানে  


দ্রবীভূত দ্রবণে সবটাই এক মনে হয়  
গুলে যাওয়া মিশ্রণ থেকে আলাদা করা যায় না কিছুই,  


ছক কষে-
হিসেব নিকেশ করেই,
সুনির্দিষ্ট উদ্দেশ্যের উদ্দেশ্যেই; পরিসংখ্যান সহ তথ্যের পরিবেশন  
বলাই বাহুল্য, নির্ভেজাল নয়, তা-      
মিথ্যের কারসাজি ধরে! সাধ্যি কার?
কোনটা নেবো? আর কোনটাই বা বাদ দেবো!  


কুয়াশায় আচ্ছন্ন পথ; অস্বচ্ছ, অস্পষ্ট  
বিভ্রান্তির সম্ভাবনা পদে পদে  
নিজেরই অজান্তে-  
সত্যি ভেবে, মিথ্যের দিকে ছুটেছি হয়তো!  
কিংবা,
নির্ভর করেছি যে বিশ্বস্তহাত ধরে,  
সেই পরমবন্ধুই হয়তো আমারই চরমশত্রু!        

চুড়ো ভেবে, বোধ হয়
এগিয়ে চলেছি; অতল মৃত্যুখাদের দিকে, ক্রমশ...