যে কথাটি শোনা হয়নি বলে
কতো সোনালী বিকেলকে ধূসর করেছো!  
যে সুরটি গাওয়া হয়নি বলে
কতো সকাল উজ্জ্বল হয়ে ওঠেনি তোমার!
যার সাথে দেখা হয়নি বলে
কতো জায়গা ঘুরে মরলে শুধু শুধু;  
সে যে কাছেই ছিল বসে
তোমার পাশে
তোমার আশে
তার রঙিন কথার মালা  
আর, সুরের সুধা ডালি ভ'রে নিয়ে  
তোমারই মুখ পানে চেয়ে-  
খোঁজার চোখ দিয়ে খুঁজেই গেলে শুধু
চাওয়ার মন দিয়ে চাইলে না বলেই
পাওয়া হোলো না তারে।