একটুর জন্য-পরীক্ষায় প্রথম হতে পারলাম না।
সবাই দুষলো, কঠোর পরিশ্রম করিনি বলে-
কঠোর পরিশ্রম করেও জীবনে সুরোজগেরে হতে পারলাম না।
মধ্যবিত্তই রয়ে গেলাম-
‘মধ্যম’- যার উত্তম হওয়ার গৌরব জুটলো না কপালে
আবার অধমের মতো সহানুভূতিও মিললও না কোনও কালে।
সে থেকে গেলো চিরটাকাল একপাশে- একা।
একাকীত্বের ভয়ঙ্কর বোঝা কুরে কুরে খায় তাকে
একটু একটু করে।
অনুতাপ হয়-মনে হয় আর একটু কৃচ্ছসাধন করলে
হয়তো জীবনটা অন্য খাতে বইতো!
এমন সময়-
হে মহামানব,
তুমি শোনালে অমৃতবাণী-
সৎ প্রচেষ্টাই সব
কঠোর-কৃচ্ছসাধনে মুক্তি নেই।
তুমি জয়গান গাইলে মধ্যমের-‘মধ্যপন্থার’।
নতুন করে বাঁচার দিশা পেলাম আমি।