শত হাতের এমন পীড়ন যন্ত্রণা
একা বই, বইতে পারতো না  
স্বেচ্ছায় হাত বাড়িয়ে চিরটাকাল
কষ্টের ভাগ বুকে তুলে নিল মলাট  
তবুও সে অবহেলায় ঠায়; বার দরজায়।      


ঝড় বাদলের সেই রাতে
যখন পথ হারিয়ে আমি একা
পথ দেখিয়ে ঘরে; পৌঁছে দিলে তুমি
বলবো বলবো বলেও; বসতে বলিনি তোমায়      
দাঁড়িয়েছিলে ঠায়; বার দরজায়।