সে অনেককাল আগের কথা।
কুরুক্ষেত্রের মহাযুদ্ধের পর স্বজন বিয়োগ ব্যথায়
মাতা কুন্তী, দ্রৌপদী আর তাঁর পঞ্চস্বামী
স্বশরীরে স্বর্গারোহণের পথে-  

এক একটা সময় এক এক জনেদের
আর এক একটা জায়গাও শুধু যেন তাদেরই।


আজও ‘মানাগ্রাম’ জুড়ে ছড়িয়ে আছে মহাভারতের সৃষ্টি কথা।
অতি অলৌকিক সব কাজকর্মের সাক্ষী হয়ে রয়েছে যেন!
‘ভীমপুল’ পার হয়ে এগিয়ে চলেছি স্বর্গারোহণের পথ ধরে-
যেতে যেতে মনে হচ্ছে
আর একটু পা চালিয়ে গেলেই
এই বুঝি দেখতে পাবো তাঁদের!