খাতার পাতায় উপচে পড়ছে শুধু,
এর জীবনের মূল্যে, ওর বেঁচে যাওয়ার হিসেব


বাঁচার মূলমন্ত্র যেখানে
সারভাইভাল অফ দ্য ফিটেস্ট,
প্রতিদ্বন্দ্বিতা যেখানে
বেঁচে থাকার একমাত্র উপায়, অবলম্বন
সেখানে,প্রতিবন্ধী তো বাড়তি বোঝার প্রতিবন্ধকতা


সাজানো গল্পে, ফুলের বিছানা
আমার জীবন, অমন কুসুমাস্তীর্ণ না


না। তবুও,আমার কোনো সান্ত্বনা পুরস্কার চাই না,
সান্ত্বনায় হেরে যাওয়ার গল্প,শুধু;
শুধু, সমবেদনার রঙ চড়ানো মিথ্যে স্তোক বাক্য


পা নেই তো কি হয়েছে! হাঁটু আছে তো-
হাত নেই তো কি হয়েছে! কনুই আছে তো-


ওই তো, ওই তো, দেখতে পাচ্ছি,
রানিং ট্র্যাকে দৌড়ে চলেছে কতো পঙ্গু,অশক্ত শরীর
সংকল্পে অবিচল, তারা
লড়ে যাচ্ছে; দাঁতে দাঁত চেপে,চোয়াল শক্ত করে-


পরিশ্রমীর জয়ধ্বনি; বিজয়ের মঞ্চ আলো করে
উদ্যমীই শুধু পারে, জয়ের পথ তৈরি করতে
আলসেমির সঙ্গী তো শুধু, তার, অন্ধকার ঘরটুকু


না, হাঁটুর ওপরে ভর করেই, আমি উঠে দাঁড়াবো


সামান্য ক্যাঙারু পারে, মাইলের পর মাইল....
আর, এটুকু পারবো না! আমি না মানুষ, জীবশ্রেষ্ঠ!


***সহমর্মিতার সংবেদন***