ছোটবেলা থেকেই বই বিমুখ
ওই পাশ করার জন্যে যতটুকু না হলেই নয়!
দৌড় সিলেবাস পর্যন্ত
আর সিলেবাসের পাঁচনে আটকে থাকা কয়েকটা কবিতা বা গল্পেই
আমার রবীন্দ্র পরিচয় সারা!


তবে কি এক জাদু আছে!
কি এক অমোঘ আকর্ষণে আমি ছুটে যাই বারবার
শান্তির খোঁজে
আনন্দের ঠিকানায়
দুঃখ-কষ্ট-যন্ত্রণার প্রলেপে
রবীন্দ্রনাথের গানে।
আমায় কেউ পড়তে বলেনি! তবুও
আমায় কেউ শুনতে বলেনি! তবুও  
আমায় কেউ বারণ করলেও; থাকতে পারি না, তবুও  
মুখস্থ হয়ে গেছে শুনে শুনে কবিতার মতো  
তুলি আঁকা ছবি হয়ে
কথকতার গল্প হয়ে
সযত্নে রয়েছে কতো গান মনের আকাশ জুড়ে
গুনগুনিয়ে গান শোনায় তারা সারাদিন...সারারাত!      


ওই যে আম্রকুঞ্জ, ওই যে ছাতিমতলা
আকাশের মতো বাঁধনহীন প্রকৃতির পাঠশালা
আমার বই পড়তে ইচ্ছে করে খুব! মনের আনন্দে, রবীন্দ্র সান্নিধ্যে!