সুখ অবিচ্ছিন্ন নয়
অন্য আর সবকিছুর মতো  
তারও যোগ আছে
তবে,
তার দুঃখযোগ কিন্তু যোগ নয়, যোগাযোগ;
হয়, সেটা পূর্ববর্তী, নয় পরবর্তী


প্রাপ্তি কি আর বিচ্ছিন্ন হতে পারে
তারও তো আছে, সুনির্দিষ্ট পূর্বাপর


স্বাধীন সুখে পতাকা ভেসে বেড়ায়  
হাওয়ায় হাওয়ায়-
তবে,
সঙ্গী অবলম্বনদন্ডটি কিন্তু ভোলেনি,
তার অবিরাম দায়িত্বপালন; ভারবহনের-


পতাকা,
ভুলি কি করে
তুমি আমার কোনো হঠাৎ প্রাপ্তি নও


তোমায় পেয়েছি,
কতো সুখত্যাগে
কতো চোখের জলে
সুদীর্ঘ অধ্যায়ের কতোটা সংগ্রামের ফলে!


স্বাধীনতা যখন হারিয়েছিলাম
লড়াই ছিল; স্বাধীনতার-


স্বাধীন হয়েছি,
লড়াই কিন্তু থামেনি,এখনো
হারিয়ে যাওয়ার-