বন জুড়ে যখন
রাক্ষুসে আগুনের নৃশংস দাপাদাপি-
তখন খুব স্বাভাবিক ভাবেই,
সমস্ত উদ্যোগ
সর্বাত্মক প্রচেষ্টা
নিজের টুকু আগলানোর জন্যেই-  


রোগটা যখন জ্বলন্ত আগুনের মতো
ভীষণ রকমের ছোঁয়াচে,
তখন এই ছোঁয়া এড়িয়ে চলাকে
একদমই দোষ দেওয়া যায় না  
স্বার্থপর কিংবা স্বার্থান্ধ বলে-


তবুও, তো
আমরা সামাজিক মানুষ
কড়ায় গন্ডায় শুধু,
নিজের অধিকার বুঝে নেবো,
আর, সযত্নে দ্বায়িত্ব এড়িয়ে চলবো!
এটাই কি কর্তব্য একমাত্র?


বিরাট কিছু তো আশা করি না
"কেমন আছো এসময়ে?"
এটুকু খোঁজখবর নিলে কি  
সামান্যতম সম্ভাবনা থাকে, রোগাক্রান্ত হওয়ার!


সহমর্মিতার মৃত্যু হতে দেখলাম,আজ-


সময় শিক্ষক হলে,
দুঃসময় অধ্যাপক বোধ হয়-