“আমার খুব জানতে ইচ্ছে করে-
যদি আমি না থাকি,
তবে কেমন থাকবে
আমার চারপাশের মানুষজন?”
তুমি বলেছিলে-
তুমি এখন নেই।
তোমার চেনা চারপাশ চলছে- তারা চলছে-
কেমন করে?
শোনো তবে-
ধরো- একটা ছবি
সবই আছে- ফুল,লতা-পাতা
কিন্তু, কোনো রঙ নেই যেন!
ধরো- একটা চাঁদ
সবই আছে-
কিন্তু, সে আছে কৃষ্ণা দ্বাদশীতে-
নিজের বিবর্ণতায় মুখ লুকোবে কোথায়
ভেবে না পেয়ে- দেখা দিয়েই
টুক করে- ডুব দেয়।
তাই, আছে সবই
তবে, রঙ ছাড়া ছবি-
নুন ছাড়া সুন্দর একটা
রান্নার পদের মতো- আলুনি।
তবে, আমি বেশ দেখতে পাচ্ছি-
তোমার নতুন জায়গাটা
নানান রঙে উজ্জ্বল হয়ে পড়ছে
নিপুণ শিল্পীর রঙ-তুলির আঁচড়ে
ক্যানভাসটা ভরে উঠছে-
শুধুমাত্র-
তোমার গৌরবময় উপস্থিতিতে-