শীতের জড়তাকে পাশ কাটিয়ে
জীর্ণ পাতাগুলোকে ফেলে দিয়ে
নতুন নতুন পাতায়-নিজেদের সাজিয়ে নিচ্ছে
গাছগুলো।


একটা রংচটা ঢলঢলে সোয়েটার পরে
অবজ্ঞায়-অনাদরে-অবহেলায়
একপাশে পড়ে থাকা- রোগা কালো
একটা মেয়ে।


বসন্তের যৌবনস্পর্শে-কেমন চকচকে হয়ে
অনিন্দ্যসুন্দর জৌলুসে
ভরে উঠেছে
সেই মেয়েটি।


তার মুখের উজ্জ্বল আভা ধার করে
রঙে রঙে রঙীন হয়ে
সুন্দরী হয়েছে আজ  
শিমুল-পলাশেরা।


এত রঙ ধার দিয়েও
তার ধার কমেনি একটুও
উজ্জ্বল আভায় আরো চকচক করছে
সেই মেয়েটি।