একটা অকেজো শরীর নিয়ে
বেশি দূর চলা যায় না।
সমর্থ শরীর হলে... তবু না হয় কিছুটা
তবু, স্বপ্ন দেখার সীমা...
পরিধি বাড়াতে বাড়াতে আকাশের সীমানা পেরিয়ে...  
ছায়াপথ মাড়িয়ে... সুদূর গ্রহাণুপুঞ্জে  
তোমার জ্ঞানের আলোয়
সারা পৃথিবী আজ আলোকিত
উদ্ভাসিত;  ব্রহ্মাণ্ডের অপার সৃষ্টি রহস্য উন্মোচনে!      
রাক্ষুসে ব্ল্যাক হোল আস্ত গিলে খায় হাজার নক্ষত্রকেও;
ছোট্ট পৃথিবীর মাধ্যাকর্ষণে আর কতটুকুই বা শক্তি!
তবু, এই মাটির টানে বড় মায়া!
হে বিজ্ঞানী শ্রেষ্ঠ, তুমি রয়ে যাবে চিরটাকাল
এই পৃথিবীর বুকে ভালোবাসায় আর শ্রদ্ধায়।