সত্য বলেই কি আর মসৃণ সিংহাসনে!  
তাকেও যে প্রতিষ্ঠা পেতে হয়; অকাট্য যুক্তি দিয়ে
প্রমাণিত হতে হয়; স্পষ্ট উপস্থিতির প্রমাণে


কুশলী উপস্থাপনে  
সত্যের থালায় মিথ্যে পরিবেশন
আংশিক সত্যও তো মিথ্যের নামান্তর!  
মিথ্যের সুবিধে অনেক বেশি
হাজারো গলি ঘুঁজি...নানান ফাঁক ফোঁকর
  
প্রমাণ অভাবে বেকসুর খালাস  


বিচারের নামে
অবিচার ঘটে যায় এক; নীরবে চোখের জল ফেলে