ঘটনারা স্রোত প্রবাহের মতো
কার জীবন
কখন কিভাবে যে  
কার সঙ্গে আবর্তিত হয়ে যায়!
নয় তো ওদের দু'জনের  
একে অপরের সঙ্গে  
দেখা হওয়ারই তো কথা নয়  
অথচ দেখাও হলো
সঙ্গে একটা সুন্দর বন্ধুত্বের সম্পর্কও


হাজার হোক কুকুর তো
অবুঝ এক প্রাণী
ট্রেনের হুইসেলটুকু বোঝে শুধু,
আর বোঝে, ওই বাঁশির আওয়াজকে সঙ্গী করে
তার মনিবের রোজকার ঘরে ফেরা-  


ট্রেন ফিরলেও যে  
মানুষ ফিরতে পারে না
এটা তার জানার কথা নয়
সে শুধু অপেক্ষা জানে
প্রতীক্ষার অপেক্ষা
অনন্ত-আজীবন-আমৃত্যু
ভুল হয় না তার,এতটুকুও


সব গল্পই  
সাগ্রহে তাকিয়ে থাকে
একটা অপেক্ষা নিয়ে
অপেক্ষা; মিলনের
তবু কেমন করে,
অপ্রত্যাশিত বিচ্ছেদের মোচড়ে হঠাৎ, পরিসমাপ্তি
বুকটা খচখচ করে ওঠে
তরঙ্গ হীন অন্ধকারে-


অতঃপর    
নতুন আর এক প্রভাতে
নরম রোদের আলো এসে পড়ে
নিস্তরঙ্গ বর্ণহীন জলে-
বর্ণময় আলোকমালায় কাব্য কথা রচিত হয় আবার,
নতুন করে-


পড়ে যাওয়া ব্যাটন; কুড়িয়ে নিয়ে
থমকে থাকা
রেসটা শুরু হয় আবার,
অসমাপ্তিতে শেষ হয়েছিল যেখানে
একেবারে ঠিক সেখান থেকেই;
রিলে রেস যেমন করে-


ঠাকুর্দার অসমাপ্ত গল্পটাও  
চলা শুরু করলো আবার;  
ছোট্ট কুকুর আর খুদে নাতির সঙ্গ ধরে
ঠিক তেমন করে-