পাহাড়ের ধর্ম অনড় স্থবিরতা
আর, নদীর অবিরাম চঞ্চলতা


মালভূমির সঙ্গে
মরুভূমির কতো তফাৎ


অথচ একই অরণ্যে  
নিজস্ব অস্তিত্ব নিয়ে
কতো আলাদা ধরনের প্রজাতির একত্র বসবাস


দুটো ভিন্ন নদী স্রোত
বাইরে থেকে মেলাতে গেলেই
যত বিরোধ;
আর, আপসে তারা মিলিত জলধারা-


এতো মত
এতো পথ  
তাই তো I, মানেই বিভাজন  


WE, THE PEOPLE OF INDIA,
মিলনের এক আশ্চর্য সমাধান


ব্যক্তি, আমার জন্যে-
সমষ্টি, আমাদের জন্যে-
আশা ভরসার সহায় সম্বল
অবলম্বনের একমাত্র আশ্রয়স্থল; আমাদের সংবিধান