সারাদিন ভাবনাটাকে সরাতে পারছি না অন্য ভাবনায়
ঘুরে ফিরে সেই একই প্রশ্ন!
সহকর্মী প্রবীরদা মানুষ হিসেবে কেমন ছিলেন?
জানি, এখন এ মূল্যায়ন অর্থহীন, তবুও...
আসলে, মূল্যায়ন জিনিসটাই এমনই
চিরকালই সে আসে এমন সময়ে
যখন আর, নতুন করে পরীক্ষায় বসে  
তাকে আর পাল্টানোর, কোন উপায়ই খোলা থাকে না  
মৃত্যু, নতুন কোন বিষয় নয়
তবু, শিকড় ধরে টান দিলে
কেবলমাত্র একা...শুধু, ওই গাছটা উপড়ে পড়ে না
সঙ্গে করে মাটির বুকের একতাল মাটিকে খুবলে নিয়েই  
মাটির ওপরেই তার সজোরে আছড়ে পড়া  
মাটি আর শিকড়; প্রবীরদা আর আমরা  
শিকড়ের গায়ে ঝুলে থাকা মাটির ঢেলার মতো
টুকরো টুকরো কতগুলো ছবি ছড়িয়ে ছিটিয়ে অফিসময়