সবাই তো আর নীলকন্ঠ নয়
যে সমস্ত বিষ হজম করে নেবে!
আর,
অবজ্ঞা-
অপমান, কোনো হজমিগুলি নয়
যে, নিমেষেই হজম হয়ে যাবে!


জানি,
ভালোবাসা মহৎ গুণ
আর, ক্ষমা পরম ধর্ম
কিন্তু সব অপরাধ কি ক্ষমা করা যায়, ভালোবাসার মহান গুণ দিয়ে?
তাই যদি হতো
তবে,
স্বয়ং ঈশ্বরও কেন ক্ষমা করতে পারলেন না!
কেন তিনি
নিজের হাতেই, হত্যা করলেন, নিজেরই পিসতুতো ভাই, শিশুপালকে!


প্রতিশোধস্পৃহার আগুন আপনাআপনি জ্বলে ওঠে না,
কর্তব্যের ঋণ পরিশোধে,
জিঘাংসার রক্তপিপাসায়-
বুকের রক্ত টগবগ করে ওঠে না, আপনাআপনি


ক্ষমা নয়,
ভালোবাসা নয়,
সম্মুখ সমরে যুদ্ধও কখনো কখনো অবশ্যম্ভাবী হয়ে ওঠে-