বেঁচে থাকার
ন্যূনতম-
মুঠো দুই চাল  
একটু ডাল, তেল আর নুন  


যথেষ্ট বোধহয়  
আর একটু এগিয়ে,
আর যথেচ্ছ!  


অদৃশ্য একটা সীমারেখা
যথেষ্ট আর যথেচ্ছ-র মাঝখানে,
অবশ্য সব পেয়েছির আলাদীনের চিরাগ  
হাতে পেয়ে গেলে কি আর  
সীমার কথা মাথায় রাখা যায়!  


আচ্ছা কতোটা হলে তবেই,
যথেষ্ট বলে থেমে থাকা যায়!    


দৌড়
প্রাণপণ প্রাণান্তকর
অবিশ্রান্ত অবিরাম  
অফুরান বর্ধমান চাহিদায়-  


দৌড়চ্ছি তো সবাই
থামতে পারে আর ক'জন


মোহময়ী সম্পদের  
পাহাড়চুড়োয় দাঁড়িয়েও
মোহমুক্ত অবিচল
হতদরিদ্র সেই আলীবাবার মতন