স্বল্পাহারী-একমুঠো হলেই হয়
তবে ঘড়ি ধরে-সকাল-দুপুর-সন্ধ্যে আর রাতে
পেট ভরে যায় তাতে
-বিস্বাদে।
তারপর দুগ্রাস ভাত- স্বাদগ্রহণের জন্যে নয়
জীবনটাকে চালু রাখার দায়ে।


দিবাকরের প্রস্থানের পরও যেমন কিছুটা আলো থাকে
ঝাপসা- তবুও বোঝা যায় চারপাশটা
জীবনীশক্তিটা এখনও অবশিষ্ট আছে ততটা।


বসে আছি দোতলার বারান্দায়
চারপাশ ভেসে যাচ্ছে মরসুমের প্রথম অঝোর বৃষ্টিতে
সামনে যতদূর চোখ যায়-
বড় বড় গাছগুলো  স্নান করছে ঝাঁকড়া মাথা দুলিয়ে
পাশের বাড়ীর ছাদে দুটো কিশোরী এলোচুলে কাকভেজা হচ্ছে।


শুধু আমার পায়ের কাছে টবের গাছগুলো
আমারি মতো হাপিত্যেশ করছে
এমন আনন্দ-আয়োজনের শরিক না হতে পেরে।