( প্রিয় কবি রক্তিম কে উৎসর্গ করলাম আজকের কবিতাটি)


উদারতার শিরোপা নিয়ে আকাশ সবসময়
অথচ
সারাজীবন জুড়ে
জীবনেরও পরে
আমার শরীর, মাটির অকৃপণ আশ্রয়েই;
উদারতা কি আমার মাটির গায়ে কম কিছু?
কই, মাটি তো কোনদিন নালিশ করেনি!  
যে বৃষ্টি দিয়ে আকাশ ভেজায় তার শরীর
তা আসলে মাটিরই নিজস্ব সম্পদ!  
মাটির বুক থেকেই চুরি করে ধনী হয়েছে আকাশ;  
যার জিনিস তাকেই দান করে সে হয়ে রইল উদার!
থেকে গেল মাথার ওপরেই; চিরটাকাল-  
আর, লোকে!
আমার মা-টিকে সারাজীবন মাড়িয়ে চলল পায়ে পায়ে!