নীল আকাশ তলে বুক ভ’রে শ্বাস নিতো তারা-আমাদেরই মতো
আমাদেরই মতো নদীর ধারে বসতি গড়েছিল
খুশিতে গাইত আনন্দগান আর ভালোবাসায় বেঁধে ছিল পরস্পরে
অকস্মাৎ; ছন্দপতন জীবনের ছন্দে
সুর কেটে গেলো জীবন-যাপনে
সংগঠিত সন্ত্রাস নেমে এলো কালো মেঘের মতো
নির্বিচারে খুন-জখম-ধর্ষণ আর হত্যালীলা চলতে থাকলো অবাধ গতিতে-
মানবাধিকারের অধিকার অবশিষ্ট রইলো না এতটুকুও
একটা গোটা জনজাতিকে নির্মূল করার সর্বাঙ্গীণ প্রয়াস
ছিন্নমূল হয়ে পড়লো তারা কঠিন, কঠোর কুঠারাঘাতে-    
শিকড়ের সন্ধানে-বেরিয়ে পড়তে হলো তাই, অভিবাসনের অভিপ্রায়ে
শরণার্থী হয়ে-অসহায় মানুষগুলো আজ খোলা আকাশের নীচে  
কাঁটাতার ভাগ করে দিয়েছে একটা পৃথিবীকে – হাজারটায়
বেড়ার এপারের লোকের ওপারে যাওয়ায় হাজার মানা
এপার-ওপার, কোনোপারই এখন আর তাদের নয়    
পরিত্রাণের অভিলাষে চোখের জল চোখেই শুকোয়
অসংখ্য কাঁটা বুকে নিয়ে ককিয়ে ওঠে অসহায় পৃথিবীটা – বোবা যন্ত্রণায়।