একনদী সাঁতরে বেড়ানো মাছ
হাঁটতে পারে না এক কদম
সমস্যাটা হাঁটার নয়;  
সমস্যা শ্বাস নেওয়ার


সবাই উভচর নয়
স্বচ্ছন্দ-সাবলীল নয় সব্যসাচীর মতো  
জলে এবং ডাঙায়


সবাই সব পারে না, মা!
গাছ যতই পরিশ্রম করুক
উড়তে পারবে না কোনদিনও, পাখির মতো    
আর পাখি!
সবার গলায় কি থাকে কোকিলের জাদুকরী!

পাখনায় ভর করে
আর দৌড়তে পারছি না, মা
রক্ত বেরুচ্ছে সর্বাঙ্গ ছড়ে গিয়ে  
থেকে থেকে দমটা কেমন আটকে আসছে  
একটু শ্বাস নিতে চাই    
ফিরিয়ে নিয়ে চল আমার স্বচ্ছন্দ জলজ জীবনে