“কেউ নেই!” “পাশে  কেউ নেই!”- বলে    
আকুলি বিকুলি করে কোন লাভ নেই
পাশে তো থাকে না কেউ; সর্বক্ষণ
জীবনের সুখে দুঃখে তাপে শোকে-“আমি তো একাই”  
আসলে ‘পাশে থাকা’ বা ‘একা একা’-একটা অনুভব মাত্র!
মানুষের জীবন তো আর লতানে ডালপালা নয়, যে বাঁচতে গেলে একটা পুঁইমাচা!
অন্য কারো কাঁধে ভর দিয়ে কি চলা যায়? সারাটা জীবন!
তবু,  
           “ ভালো আছিস তো!”
বাস্তবের একটু জমি পেলেই, বেঁচে যায় গাছ  
আর, মানুষের জন্যে; অন্তত এক টুকরো আকাশ
একটা ছোট্ট ফোন কল বা এক টুকরো মেসেজে,
মনে হয় হাজার তারার আকাশে আমিও রয়েছি সবার সাথে
মিলেমিশে একাকার হয়ে;
নয়তো,
               চাঁদের মতো... সূর্যের মতো...
এত বড় আকাশটায় অসহায় আমি! একা একা
নির্বান্ধব... স্বজনহীন...