পৃথিবীর তিনভাগ জল,
আকাশের বোধহয় পুরোটা-
তবু জলীয় সাপেক্ষে;
ওদের মধ্যে একটা সম্পর্ক আছে; আদান-প্রদানের
একজনে যোগায়
অন্যজনে ভাসায়


আশ্রয়ের সাপেক্ষে মাটির অবদান প্রশ্নাতীত
যদিও তেষ্টা মেটানোর প্রশ্নে,
তপ্ত তৃষিত মাটির একমাত্র ভরসা-
সবুজের ভালোবাসা


ভালোবাসাও তো আশ্রয়, একপ্রকার
ধরে রাখে অবলম্বনে
বেঁধে রাখে প্রীতি বন্ধনে
জড়িয়ে রাখে স্নিগ্ধ মায়া চাদরে; পরস্পর


স্বনির্ভর বড়ো মায়া বাঁধনহীন  
বিচ্ছিন্ন স্বাধীন;
আমি তোমায় ছাড়া বাঁচি কি করে-